Flipkart Own UPI Service: Flipkart গ্রাহকদের জন্য দারুন সুখবর! চালু হতে চলছে Flipkart এর নিজস্ব UPI সার্ভিস!

Spread the love

Flipkart Own UPI Service Launching: Flipkart ভারতের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম গুলির মধ্যে একটি। যেখানে প্রায় 50 কোটিরও বেশি গ্রাহক এবং 14 লক্ষের মতো সেলার রয়েছে। Flipkart এই গ্রাহকদের কথা মাথায় রেখে চালু করতে চলেছে তার নিজস্ব UPI সার্ভিস। এর ফলে যেমন গ্রাহকদের টাকা আদান-প্রদানের সুবিধা হবে তেমনি Flipkart বিজনেসের দিক দিয়ে অনেকটাই এগিয়ে যাবে।

Flipkart Own UPI Service
Flipkart Own UPI Service

Flipkart Own UPI Service:

এই পরিষেবা চালু হওয়ার পর থেকে আপনাকে আর Paytm, Google Pay, Phone Pay অথবা Amazon Pay এর মত থার্ড পার্টি অ্যাপ গুলির উপর নির্ভরশীল হতে হবে না। এই সুবিধা গুলি সর্বপ্রথম অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে প্রয়োগ করা হবে সুতরাং android ব্যবহারকারীরাই প্রথমে এই সুবিধা গুলো উপভোগ করতে পারবে।

Flipkart এর তরফ থেকে জানিয়েছে যে এতদিন আমরা শুধু flipkart এর মাধ্যমে কেনাকাটা করতে পেরেছি। কিন্তু Flipkart Own UPI Service চালুর পর থেকে আমরা UPI এর মাধ্যমে টাকা আদান-প্রদান করতে পারব। এখানে শুধু UPI এর বাড়তি সুযোগ নয় আমরা যে UPI অ্যাপগুলি ব্যবহার করি সেখানে যে সার্ভিস গুলি রয়েছে এখন থেকে আমরা সেগুলি দেখতে পাবো। আপনি এর ফলে কেনাকাটার সময় UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

আরও পড়ুন>> PAYTM UPI UPDATE: বন্ধ হচ্ছে না PAYTM, 15 মার্চের পরেও G-PAY, PHONE PAY এর মতো ব্যবহার করতে পারবেন, কিন্তূ কিভাবে?

Flipkart গ্রাহকদের জন্য পুরস্কার:

গ্রাহকদের পেমেন্ট করার জন্য ধীরাজ আনেজা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফিনটেক এবং ফ্লিপকার্ট পেমেন্টস গ্রুপ পুরস্কারের কথা জানিয়েছেন। তারা Flipkart UPI সার্ভিস প্রচণ্ড ভাবে চালু করার জন্য অনেক ইভেন্ট নিয়ে আসতে পারেন বলে আশা করা যাচ্ছে।

Flipkart UPI অ্যাকসেস যোগ্য অ্যাপ:

ফ্লিপকার্ট UPI সার্ভিস শুধুমাত্র Flipkart এ নয় Myntra, Flipkart Health+, Flipkart Wholesale এবং Cleartrip সহ Flipkart গ্রুপ কোম্পানিগুলির জন্য উপলব্ধ করা হবে। এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে প্রকাশিত নয় যে কোন কোন অ্যাপ গুলিতে এর সুবিধা নিয়ে আসা হবে তবে যথা তাড়াতাড়ি সম্ভব এটা জানা যাবে।

Flipkart কেনো নিজের UPI পরিষেবা চালু করছে?

Flipkart গ্রাহকদের কথা মাথায় রেখে নিজস্ব UPI পরিষেবা চালু করতে চলেছেন। যাতে গ্রাহকরা তাদের কেনাকাটা করার সময় সহজেই UPI পেমেন্ট করতে পারে। আগে যেহেতু UPI পেমেন্ট করার সময় অন্য কোন থার্ড পার্টি অ্যাপ এর মাধ্যমে পেমেন্ট করতে হতো। এখন অন্য কোন থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়বে না। তারা দেখেছেন যে ফেব্রুয়ারী মাসে, UPI-এর মাধ্যমে 18.3 লক্ষ কোটি টাকার 1210 কোটি লেনদেন হয়েছে। যা গত বছরের তুলনায় 61 শতাংশ বেশি বলে জানা গেছে।

WhatsApp Group Join Now
Telegram Channel Follow Now
WhatsApp Channel Follow Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top