Small Business Idea for beginners: আপনি কি দীর্ঘদিন ধরে ব্যবসা করবেন ভাবছেন? তাহলে আজকের পর থেকে আপনিও হবেন একজন সফল ব্যবসায়ী। হ্যাঁ, আজকে আমরা একটি নতুন ব্যবসার পরিকল্পনা নিয়ে উপস্থিত হয়েছি। আপনি চাইলে খুব সহজেই আপনার ব্যবসা অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন এবং মাসে একটি মোটা অংকের টাকা গুনতে পারবেন। আশা করি আপনিও একজন সফল ব্যবসায়ী হতে পারবেন।
ব্যবসার ধারণা (business idea): মোবাইল কভার প্রিন্ট করে বিক্রি।
বর্তমান সময়ে প্রত্যেকের হাতেই মোবাইল ফোন রয়েছে, আজ প্রত্যেকটি মানুষই চাই নিজের পছন্দের মোবাইল কভার ব্যবহার করতে। তাই আপনার জন্য একটি ব্যবসা অত্যন্ত বড় সুযোগ হচ্ছে মোবাইল কভার প্রিন্টিং। হ্যাঁ, আপনি খুব কম টাকায় আপনার বাড়িতে এই ধরনের একটি ব্যবসা তৈরি করতে পারেন। এর জন্য আপনাকে মোবাইল কভার কিনতে হবে এবং মোবাইল কভার প্রিন্ট এর জন্য একটি প্রিন্ট মেশিন কিনতে হবে। আপনি এগুলিকে অনলাইনেই পেয়ে যাবেন। এরপর আপনি আপনার কাস্টমারের মত মোবাইল কভার প্রিন্ট করা শুরু করুন। পরবর্তীতে আপনি সেগুলোকে বিলি করার ব্যবস্থা করুন।
আরোও পড়ুন>> Becoming a Rich Man idea: খুব সহজে কম পরিশ্রম করে হয়ে উঠুন একজন ধনী ব্যক্তি। জানুন বিস্তারিত!
কিভাবে আপনার মোবাইল কভার প্রিন্টিং ব্যবসা বৃদ্ধি করবেন?
আপনার মোবাইল কভার প্রিন্টিং ব্যবসা বৃদ্ধি করার জন্য আপনি সর্বপ্রথম কিছু অনলাইন প্লাটফর্ম খুঁজে নিন। বর্তমানে কিছু জনপ্রিয় অনলাইন কেনাবেচার মাধ্যমি হিসেবে রয়েছে Amazon,Flipkart ,Meesho… Etc ইত্যাদি। আপনি আপনার ব্যবসাকে বৃদ্ধি করার জন্য এই সব অনলাইন প্লাটফর্ম গুলিতে আপনার প্রোডাক্টে লিস্ট করুন। এবং সেখান থেকে আসা কাস্টমাররা আপনার প্রোডাক্ট পছন্দ করলে অনলাইনের মাধ্যমে অর্ডার করবে। আর আপনি কোন কিছু না করেই বাড়ি থেকেই হাজার হাজার মোবাইল কভার বিক্রি করতে পারবেন।
Amazon, Flipkart, Meesho শপিং প্লাটফর্মে কিভাবে প্রোডাক্ট সেল করা হয়?
যদি আপনার কাছে কোন প্রোডাক্ট থেকে থাকে তবে আপনি সেই প্রোডাক্টটি অনলাইন শপিং অ্যাপ গুলিতে সেল করতে পারেন। এর জন্য অবশ্যই আপনার কিছু আইডেন্টি কার্ডের প্রয়োজন হবে যেমন প্যান কার্ড, GSTIN নাম্বার এছাড়াও আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক। এরপর আপনার অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আপনার পছন্দের অ্যাপগুলি থেকে সেলার একাউন্ট তৈরি করতে পারো। আর সেখান থেকেই তোমার প্রোডাক্ট দাম অনুযায়ী প্রোডাক্ট গুলোকে অনলাইন শপিং অ্যাপ গুলোতে লিস্ট করতে পারবে।
আরও পড়ুন>> Passive income: শুধু মাত্র হতে থাকা স্মার্ট ফোন টা দিয়েই মাসে ইনকাম করুন ১-২ লক্ষ টাকা। জানুন বিস্তারিত!
অনলাইন সেল করার জন্য GSTIN নাম্বার প্রয়োজন?
অ্যামাজন বা ফ্লিপকার্ট এর মত কোম্পানি গুলিতে যদি আপনি আপনার প্রোডাক্ট সেল করতে চান সে ক্ষেত্রে সেলার অ্যাকাউন্ট তৈরি করতে এবং আপনার টাকা পয়সার সঠিক হিসাব-নিকাশের জন্য GSTIN নাম্বারের প্রয়োজন হয়।
GSTIN নাম্বার ছাড়া কিভাবে অনলাইনে প্রোডাক্ট বিক্রয় করা সম্ভব?
বর্তমানে Meesho কোম্পানি তার নতুন নিয়ম অনুসারে সমস্ত সেলারের নিজের নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য অনুমতি দিয়েছে। যদি আপনার কাছে GSTIN নাম্বার না থেকে থাকে তাহলে আপনি Meesho সেলার একাউন্ট এর মাধ্যমে আপনার প্রোডাক্ট অনলাইনে সেল করতে পারেন। এক্ষেত্রে কোনরকম GSTIN নাম্বারে প্রয়োজন হবে না।