স্টক এ 26% পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা, দেখে নিন বিশেষজ্ঞদের রেটিং: TOP 5 শেয়ার

Spread the love

শেয়ার মার্কেটে ক্রমশই ইনভেস্ট করে যাচ্ছেন ? কেমন পাবেন রিটার্ন জানা নেই আপনার! তবে এবার খুশির সংবাদ দিচ্ছেন কিছু বিশেষজ্ঞ । বাজার পতনের পর এবার ২৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রমশ পতনের পর বাজার সবুজে ফিরেছে। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বাজারের মূল সূচকগুলিতে দেখা গিয়েছে দুর্দান্ত গতি। লম্বা বৃদ্ধির জেরে বিনিয়োগকারীদের উদ্বেগ অনেকাংশে হ্রাস পেয়েছে। বর্তমানে বিশ্লেষকদের একাংশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং স্টকে ক্রয় এবং হোল্ডের সুপারিশ করেছেন। সেগুলি হল:

স্টার্লিং অ্যান্ড উইলসন রিনিউয়েবল এনার্জি :

এই কোম্পানির শেয়ারে বাই রেটিং দিয়েছেন দু’জন বিশেষজ্ঞ। তাঁদের মতে, Sterling & Wilson Renewable Energy -এর স্টকের দাম আগামী দিনে 26.5 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বর্তমানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম রয়েছে 686.35 টাকা। সংস্থাটির বাজারগত মূল্য রয়েছে 16011 কোটি টাকা। গত এক বছরে এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় 88.61 শতাংশ।

ত্রিবেণী টারবাইন:

Triveni Turbine -এর শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন সাত জন বিশ্লেষক। কোম্পানিটির শেয়ারের দাম প্রায় 21.9 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম 0.40 শতাংশ বেড়ে হয় 608.90 টাকা। সংস্থাটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 19356 কোটি টাকা। এক বছরে শেয়ারটির দর বৃদ্ধির হার ছিল 50.42 শতাংশ। তিন বছরের নিরিখে রিটার্ন মিলেছে প্রায় 377.19 শতাংশ।

Read More>> Paytm, Zomato, Nykaa-সহ ১০টি জনপ্রিয় কোম্পানির শেয়ার অর্ধেক দামে! কেনা ঠিক হবে তো? দেখুন বিশেষ প্রতিবেদন!

এআইএ ইঞ্জিনিয়ারিং:

এই স্টকটি হোল্ডের পরামর্শ দেওয়া হয়েছে। কোম্পানির শেয়ারের দর 11 শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 15 জন বিশেষজ্ঞ স্টকটিতে হোল্ডের সুপারিশ করেছেন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম রয়েছে 4395.55 টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে 41459 কোটি টাকা। গত এক বছরে শেয়ারটিতে মিলেছে 26.24 শতাংশ রিটার্ন।

থার্ম্যাক্স লিমিটেড (Thermax Ltd):

Thermax Ltd -এর শেয়ারে হোল্ডের সুপারিশ করেছেন 22 জন বিশেষজ্ঞ। স্টকটির দাম 8.1 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বাজার বন্ধের সময় স্টকটির দাম 2.56 শতাংশ বেড়ে হয় 5068.95 টাকা। কোম্পানির বাজারগত মূলধন রয়েছে 60400 কোটি টাকা। গত এক বছরে শেয়ারটিতে মিলেছে 101.38 শতাংশ রিটার্ন।

Read More>> বর্তমানে কোন স্টক সেরা? কোনটি বা আপনি কিনবেন? LIC, United Breweries -সহ এই চারটি শেয়ারের বিস্তারিত বিবরণ জেনে নিন !

টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং:

স্টকটিতে স্ট্রং বাই রেটিং দিয়েছেন চার বিশেষজ্ঞ। তাঁরা জানিয়েছেন, শেয়ারটির দাম 4.9 শতাংশ বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। বর্তমানে কোম্পানিটির শেয়ারের দাম রয়েছে 1688.05 টাকা। সংস্থার শেয়ারের মূল্য এক বছরে বেড়েছে প্রায় 252.45 শতাংশ।

বিঃদ্রঃ:-

শেয়ার বাজার সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ ও আপডেট মাত্র। এগুলি স্বাধীন বিশেষজ্ঞদের পরামর্শ। সম্পাদকীয় বিনিয়োগ সুপারিশ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত দিক অবশ্যই খতিয়ে দেখে সিদ্ধান্ত নিন।

WhatsApp Group Join Now
Telegram Channel Follow Now
WhatsApp Channel Follow Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

5 thoughts on “স্টক এ 26% পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা, দেখে নিন বিশেষজ্ঞদের রেটিং: TOP 5 শেয়ার”

  1. You’re so awesome! I don’t believe I have read a single thing like that before. So great to find someone with some original thoughts on this topic. Really.. thank you for starting this up. This website is something that is needed on the internet, someone with a little originality!

Scroll to Top